মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় নোয়াখালী জেলার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে জেলার শ্রেষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়াকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়া উপজেলা প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজিত কর্মশালায় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা মজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, অরচার্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুক। আরো বক্তব্য রাখেন পৌরসভা মেয়র নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সদস্য সচিব নূরুল ইসলাম,ফাওড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার প্রমুখ । সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলো উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ ছিদ্দিকী, পৌরসভা আওয়ামীলীগের সাবেক সভাপতি বজলুর রশিদ লিটন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা আক্তার মেরি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইসমাইল হোসেন তরুণ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বদলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী পান্না আক্তার সহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বক্তারা তাদের বক্তব্য বলেন, স্মার্ট সিটিজেন তৈরিতে প্রাথমিক শিক্ষার বিকল্প নাই। বর্তমান সরকারের আমলে প্রাথমিক শিক্ষায় তৃণমূল পরিবর্তন এসেছে। দেশের অন্যান্য উপজেলার চেয়ে উন্নয়ন ও শিক্ষার দিক দিয়ে চাটখিল উপজেলা এগিয়ে রয়েছে বলে, বক্তারা তাদের বক্তব্য উল্লেখ করেন। প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বক্তারা তাদের বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার ভুয়াসী প্রশংসা করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সভাপতি বজলুর রশীদ ভিপি লিটন। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মিলাত হোসেন বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার, ফাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ কাব শিক্ষক আফম নুরুল হুদা, প্রধান শিক্ষক কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সুমন চন্দ্র বৈদ্য, চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নুসরাত জাহান, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
Leave a Reply