শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুর বাড়ি থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে মারপিটে স্ত্রীকে আহত করার ঘটনায় থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত একজনকে আটক করেছে থানা পুলিশ। আটক এহিয়া উপজেলার কাটাবাড়ী ইউপির বিশুলিয়া হাদুরাখুড়ি গ্রামের হাছেন আলীর ছেলে। জানা যায়, আটক আসামীর ছোট ভাই একরামুল হকের সাথে বিগত ২১ জানুয়ারি ২০১৯ সালে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পাঠশাও গ্রামের সোনারুল ইসলামের মেয়ে সুরাইয়া আক্তারের পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর বিভিন্ন সময় পরিবারের অন্যান্য সদস্যদের কু-পরামর্শে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্বামী একরামুল স্ত্রীকে নির্যাতন করে আসছে। ঘটনার দিন(১০ আগস্ট) ২০২৩ বিকালে একই দাবিতে একরামুল তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সুরাইয়াকে বেদম মারপিট করে মুখমণ্ডল ও বাম চোখে ছেলা-ফোলা সহ কোমরে হাড়ভাঙ্গা জখম করে। অসহ্য বেদনায় কাতরালেও তারা কোনো চিকিৎসা না করায় বাবার বাড়িতে ফোন করলে মা সহ অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওসমানপুর ভর্তি করে। এ ঘটনায় কিছুটা সুস্থ্য হয়ে আহত সুরাইয়া গোবিন্দগঞ্জ থানায় স্বামী একরামুল হক, দেবর এহিয়া, শ্বশুর হাছেন আলী গংগদের অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করে। এজাহার দায়েরের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার জনবান্ধব অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ জানান, বুধবার রাতে অভিযুক্তদের একজনকে গ্রেফতার পূর্বক আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply