মোঃ আবু সুফিয়ান শান্তি স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বাড়ি-ঘর মেরামত ও পূর্ণ নির্মাণে মানবিক সহায়তা হিসাবে পৌরসভা সহ ৫টি ইউনিয়নের ৬০টি পরিবারের মাঝে সরকারি ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর ) সকালে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা উছেন মে’র সভাপতিত্বে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল নগদ অর্থ ও ঢেউটিন বিতরণের শুভ উদ্বোধন ও সরকারের নানা উন্নয়ন মূলক বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ। মোট ৬০টি পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে মোট এক লক্ষ আশি হাজার টাকার চেক ও ১ বান করে মোট ৬০ বান ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন,উপজেলা আঃলীগের সহ সভাপতি লুৎফর রহমান, ফারজেল হোসেন মন্ডল,পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, নজরুল ইসলাম, শাহারুজ্জামান সবুজ,সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মীর কাশেম আলী সহ দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply