হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাদন্ড আসামি সাধন সাঁওতাল বিষ্ণু( ৪০) কে অবশেষে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশের একটি চৌকস টিম। জানা যায় ইউনুস মিয়াকে হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল সে। ১৭ বছর ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। অবশেষ ৫(অক্টোবর) রাতে জগদীশর লেবামোরা বাগানের নিজ বাড়ি থেকে মাধবপুর থানার ওসির দিকনির্দেশনায় এ এস আই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম খাঁন জানান ২০০৬ সালে সুদের টাকা লেনদেনের জেরে ইউনুস মিয়া কে হত্যা করে সাধন সাঁওতাল বিষ্ণু। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। মাধবপুর থানা এলাকায় সর্বপ্রকার অপরাধ বিষয়ে পুলিশের তীক্ষ্ণ নজর রয়েছে।
Leave a Reply