কল্যাণ রায়, বিশেষ প্রতিনিধি যশোর সদর উপজেলার সতীঘাটা নতুন বাজারে রামনগর ইউনিয়নের কামালপুর রাজবংশী পাড়া নিবাসী উজ্জ্বল বিশ্বাস (৫৬) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় সতীঘাটা নতুন বাজারে নয়নের চায়ের দোকানের সামনে হতে বেখেয়ালে রাস্তা পার হওয়ার সময় মনিরামপুরগামী একটি মোটরসাইকেলের সামনে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারপূর্বক যশোর ২৫০ শয্যা জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। ইউপি সদস্য রাশেদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে হসপিটাল থেকে মৃতদেহ মৃতের বাড়িতে নিয়ে আসা হয়। আজ রবিবার সকালে হিন্দু শাস্ত্রীয় মতে বাতানবাড়ী মহাশ্মশানে তাকে সমহিত করা হয়।
Leave a Reply