মোঃ সোহেল রানা ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নোলেজ শেয়ারিং শেষন অন ফেক্ট চেকিং বিষয়ে এক কর্মশালা ইএসডিও ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০ টায় শুরু হয় ওই কর্মশালা। সিসিডি,ইন্টারনিউজ ও ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে কর্মশালায় ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন এখন টেলিভিশনের সৈয়দপুর ব্যুরো এবিএম আমিরুল লতিফ বাপ্পি।এ সময় উপস্থিত ছিলেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহিদ উদ জামান,ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবু তোরাব মানিক। কর্মশালার সমন্বয়ের দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এটিএম শামসুজ্জোহা। কর্মশালায় পত্রিকা,টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় ফেক্ট চেকিং এর উদ্দেশ্য ও পরিকল্পনা,ভুল তথ্য,কুতথ্য অপতথ্য প্রোপাগান্ডা সূত্রের সত্যতা যাচাই, ফেসবুকে অনুসন্ধান, ভুয়া ওয়েবসাইট যাচাই,টেক্সট ও তথ্য যাচাই ইত্যাদি বিষয়ে ধারনা প্রদান করে।
Leave a Reply