সাদ্দাম উদ্দীন রাজ-– রায়পুরা উপজেলা ” মুজিব : একটি জাতির রূপকার “ছবিটি রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ পুত্র জনাব রাজীব আহমেদ পার্থের উদ্যোগে স্থানীয় দলীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও জনসাধারণকে স্থানীয় প্রেক্ষাগৃহ “ছন্দা” সিনেমা হলে ৫ দিন বিনামূল্যে দেখার ব্যবস্থা করে দেন নরসিংদী ৫ রায়পুরা আসনের সাংসদ সাবেক মন্ত্রী জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। দলীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু’র ছেলে ও আ.লীগ নেতা রাজিব আহমেদ পার্থ তার নিজ উদ্যোগে এ প্রদর্শনের আয়োজন করেন। রায়পরা উপজেলার হাসনাবাদ এলাকায় অবস্থিত ছন্দা সিনেমা হলে ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মোট ৫দিন প্রত্যেহ বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শো প্রদর্শন করা হবে। এসময় প্রত্যেক স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে বিনামূল্যে এ শো দেখার ব্যবস্হা নেওয়া হয়েছে। এবিষয়ে রাজিব আহমেদ পার্থ প্রতিনিধিকে জানান, আগামী প্রজন্মকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিক মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বিনামূল্যে দেখার উদ্যোগ নিয়েছি। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছবির নির্মাতা শ্যাম বেনেগালকে। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সঠিক চিত্রটি তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা ছবিটি দেখার পর তারা বঙ্গবন্ধু ও মাতৃভাষা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা। পরবর্তীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের নীলনকশায় ৭৫’র কালোরাত্রিতে বঙ্গবন্ধু সহ সপরিবারে হত্যা সবকিছুই এ ছবিতে তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস এ ছবিটি একবার দেখলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের সঠিক ইতিহাস জানতে এবং মুজিব আদর্শ ধারণ করতে পারবে। তাই বিনামূল্যে ছবিটি দেখার জন্য ৬ দিন ব্যাপী সকল স্কুল-কলেজের শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য ব্যবস্হা গ্রহণ করেছি। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করেন। সিনেমাটি (শুক্রবার ১৩ অক্টোবর) সারাদেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র এটি। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটি, তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর, গোপালগঞ্জসহ বেশকিছু জায়গায় সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। বিভিন্ন চরিত্রে আরও আছেন নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস, রিয়াজ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।
Leave a Reply