মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিলে জাহাঙ্গীর টাওয়ারের মালিক জাহাঙ্গীর কর্তৃক জোরপূর্বক পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ভীমপুর এলাকার জনগণ। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার পৌর বাজারের রামগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত জাহাঙ্গীর টাওয়ার এর সামনের অবস্থিত জমির মালিকেরা নবনির্মিত টাওয়ারের সামনে তাদের নিজ বসতঘরের বাহিরে এই মানববন্ধন করেন। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, জাহাঙ্গীর টাওয়ার এর মালিক জাহাঙ্গীর এই টাওয়ার নির্মাণ করার পর থেকে তাদেরকে নিজেদের বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা করতেছে। ন্যায্য মূল্যের চেয়ে কয়েকগুণ কম টাকার বিনিময়ে আমাদের কে নিজেদের পৈতৃক বসতভিটা বিক্রি করার জন্যও বিভিন্নভাবে বল প্রয়োগ করছেন। মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সাইদুল হক কালুর ছেলে মোরশেদ গাজী, আবু তাহেরের ছেলে সালেহ আহমদ, মৃত লকিত উল্লাহর ছেলে ওমর ফারুক, মৃত আব্দুল হালিমের সন্তান বেলায়েত হোসেন ও মানিক হোসেন, মৃত রফিক উল্লাহর সন্তান দুলাল হোসেন লিটন ও নাজমা আক্তার, ওমর ফারুকের স্ত্রী ঝর্না আক্তার, মানিক হোসেনের স্ত্রী সাথী আক্তার, জাকির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম, বেলায়েত হোসেনের স্ত্রী শারমিন আক্তার, মৃত আব্দুল হালিমের স্ত্রীর রহিমা বেগম, ইসমাইলের স্ত্রী রেবু প্রমূখ। উপস্থিত প্রত্যেকেই ভুক্তভোগী বলে জানান। মানববন্ধন থেকে তারা প্রশাসনের কাছে এর সুবিচার দাবি করেন।
Leave a Reply