দেলোয়ার হোছাইন ,কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধিঃ
মহেশখালী চ্যানেলে জাটকা/মা ইলিশ সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়নে মৎস্য দপ্তর ও কোষ্টগার্ডের যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা।
মহেশখালী-১৯ অক্টোবর/২৩ইং
মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা/মা ইলিশ সংরক্ষণে মৎস্য আইন বাস্তবায়নে ২২ দিন বন্ধের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছেন–
মহেশখালী উপজেলার সিনিয়র মৎস্য দপ্তর এবং বাংলাদেশ কোষ্টগার্ড পূর্বজোন চট্টগ্রাম, বিসিজি মাতারবাড়ী বন্দর স্টেশান মহেশখালী, কক্সবাজার।
মহেশখালী চ্যানেলে উপজেলার মৎস্য দপ্তর এবং কোষ্টগার্ড এর যৌথ অভিযানে ৩০ হাজার মিটার চরঘেরা জাল এবং ২ টি বেহুন্দী জাল জব্ধ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অনুমতিক্রমে জনসম্মুখে আগুনে ফুড়িয়ে নষ্ট করা হয়। বৃহস্পতিবার ১৯ অক্টোবর দিন ব্যাপী মহেশখালী চ্যানেলে সফল অভিযানে পরিচালনা কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোষ্টগার্ড পূর্বজোন চট্টগ্রাম বিসিজি মহেশখালী মাতারবাড়ী স্টেশানের সিপিও সিডি সিসি এম সাকাওয়াত হোসেন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে কোষ্টগার্ডের টিমসহ সংশ্লিষ্টরা।
বাংলাদেশ কোষ্টগার্ড পূর্বজোন চট্টগ্রাম বিসিজি স্টেশান মহেশখালী সিপিও সিডি সিসি সাকওয়াত হোসেন বলেন সাগর ও নদী পথে জেলেরা যাতে মৎস্য আইন মেনে চলে, তার জন্য বাংলাদেশ কোষ্টগার্ডের তৎপরতা বিরাজমান রয়েছে। এ ছাড়াও বিভিন্ন দুর্যোগে জনগণের পাশে থেকে জনগনের সেবা করে আসছে কোষ্টগার্ড। সাগরে নিষিদ্ধ জাল এবং মা ইলিশ রক্ষার ২২ দিন বন্ধে যাতে জেলেরা জাল বসাতে না পারে মতো তাদের সচেনতা বৃদ্ধি করতে হবে বলে জানান তিনি।
Leave a Reply