কল্যাণ রায়, বিশেষ প্রতিনিধি যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল রবিবার রাতে খরিচাডাঙ্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন, কোতয়ালী মডেল থানার ওসি জনাব আব্দুর রাজ্জাক। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, কোতয়ালী মডেল থানার ওসি তদন্ত এ কে এম সফিকুল আলম চৌধুরী, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, কুয়াদা দারুচছুন্নাহ ফাজিল মাদ্রাসার সভাপতি রানা হোসেন, ০৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দরা। খরিচাডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন কালে কোতয়ালী মডেল থানার ওসি জনাব আব্দুর রাজ্জাক বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠানে সকলে সার্বিক সহযোগিতা করবেন। যদি কেউ উশৃঙ্খল আচরণ করেন তাহলে সে যেই হোন না কেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আহবান করেন।অনুরূপভাবে সদর উপজেলার রামনগর ইউনিয়নে শারদীয় দুর্গা পূজার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন, ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্সদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা। খরিচাডাঙ্গা সার্বজনীয় পূজা মন্দিরে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন যশোর কোতয়ালী মডেল থানা এস আই তহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের সদস্যবৃন্দরা।
Leave a Reply