কোটচাঁদপুর প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে সালাউদ্দিন বুলবুল সিডল এর পিতা আধুনিক পৌর সভার রুপকার প্রয়াত চেয়ারম্যান এ.কে.এম সিরাজুল ইসলাম সিরু মিয়া’র (২২) তম মৃত্য বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ শে অক্টোবর) বাদ আছর চৌগাছা স্টান্ড জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খাঁন শিমুল, জেলা বিএনপির সহ-সভাপতি আবুবকর বিশ্বাস,
কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাক, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি এস কে সালাউদ্দিন বুলবুল সিডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খাঁন মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জামেমসজিদে খতিব মাওলানা নুরুন্নবী আশিকী শেষে সবার মাঝে তাবারক বিতরণ করাহয়।
Leave a Reply