মাহবুব হোসেন লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা কর্মসুচির মধ্যদিয়ে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । দিবসটি উপলক্ষে প্রত্যুষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পার্পন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন,কুচ-কাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহাম্মদের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিগণসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply