কল্যাণ রায়, ফটো সাংবাদিক, যশোর যশোর সদর উপজেলার নতুন বাস টার্মিনালস্থ জিডিএল হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক ল্যাব’র উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ শাহেদ হোসেন নয়ন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এর সাবেক তত্ত্বাবধায়ক ও বর্তমান সহকারী পরিচালক (প্রশাসন), পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর খুলনা’র ডাঃ মোঃ আখতারুজ্জামান, আই এইচ টি ঝিনাইদহ’র সহকারী অধ্যাপক ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি মেডিসিন ও হাইপারটেনশন বিশেষজ্ঞ ডাঃ মোঃ শরিফুল ইসলাম (শাফলু), হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এম হক, কনসালটেন্ট গাইনী ডাঃ জিয়াসমিন আক্তার (তনিমা), স্ত্রী ও ধাত্রী রোগে অভিজ্ঞ ডাঃ ইসমত আরা মৌসুমি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল যশোর’র সহকারী সার্জন- অর্থোপেডিক ডাঃ মোঃ ইউসুফ আলী, শিশু ও গাইনী রোগে অভিজ্ঞ ডাঃ ফারজানা জাহান উর্মি। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জিডিএল হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নুরুজ্জামান ও ম্যানেজার আবু সালেহ মোঃ উবাইদুল্লাহ। এদিন সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকেল ৫ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয় ।
Leave a Reply