মোঃ সোহেল রানা নিজস্ব প্রতিনিধি: অদ্য ১৮-১২-২০২৩ খ্রি. তারিখ ঠাকুরগাঁও পুলিশ অফিস সম্মেলন কক্ষে আসন্ন যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আগত ধর্মযাজকবৃন্দ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে পুলিশের সহযোগিতা থাকবে। চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানান পুলিশ সুপার মহোদয়। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
Leave a Reply