মাহাবুব লিটু ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামে জেলা জাতীয় যুব সংহতির সংবাদ সম্মেলন পৌর বাজারস্থ টেলিভিশন ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক সফিকুল ইসলাম সফি, পৌর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আব্দুল হক, জেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ন আহবায়ক রানা আহমেদ রানু। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ পনির উদ্দিন আহমেদ এমপি থাকা অবস্থায় দীর্ঘ ৫ বছর জেলা জাতীয় যুব সংহতি ও পৌর জাতীয় যুব সংহতির নেতা-কর্মীদের কোনরকম মূল্যায়ন না করে, তাদেরকে বিভিন্ন সময় ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দ্বারা সন্ত্রাসী হামলা সহ নেতা-কর্মীদের সাথে খারাপ আচরণ করে আসছেন। এ কারণে যুব সংহতির নেতৃবৃন্দ বর্তমান এমপি পনির উদ্দিন আহমেদের উপর ক্ষুব্ধ হয়ে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকার এর ট্রাক প্রতীকে সমর্থন করেন। সদর উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিলন একত্মা ঘোষণা করেন। সেই সাথে কুড়িগ্রাম-২ আসনের সকলের কাছে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থীকে দলমত নির্বিশেষে ভোট দানের আহ্বান জানান।
Leave a Reply