নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া. কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন ঐতিহ্যবাহী কনস্ট্রাকশন মিস্ত্রি প্রতিষ্ঠানের নাম কাশেম কনস্ট্রাকশন মিস্ত্রি গ্রুপ। এই গ্রুপ প্রতি বছরের ন্যায় কনস্ট্রাকশন লেবার মিস্ত্রীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করে চলেছে দীর্ঘদিন ধরেই। সেই দৃষ্টিকোণ থেকে উৎসব মুখর পরিবেশের দিনক্ষণ গুনতে থাকে দক্ষ জনশক্তি এই মিস্ত্রি গ্রুপ।ঐতিহ্যবাহী মিস্ত্রি গ্রুপের সু দক্ষ জনশক্তির অক্লান্ত পরিশ্রমেই গঠিত এই গ্রুপ। গ্রুপের সিনিয়র দক্ষ মিস্ত্রি আবুল কাসেম এর সুষ্ঠ পরিচালনায় ইতিমধ্যেই উপজেলায় সুনাম অর্জন করতে শুরু করেছে গ্রুপের সকল লেবারগন। লেবার মিস্ত্রিদের আচরণ এলাকায় দৃষ্টি কাড়ার মত।সেই ভালোবাসা একে-অপরের মধ্যে ভাগাভাগি করে নিতে একটু দুরে ছুটে আনন্দ উপভোগ করা।তারই আলোকে বার্ষিক বনভোজনের ব্যবস্হা করে থাকেন গ্রুপের প্রধান কাসেম।মঙ্গলবার (১৩জানুয়ারী )সকাল ১১ টার সময় পরিবেশ বান্ধব স্হানীয় মাইক্রোবাস যোগে তালসার সিনিয়র মিস্ত্রী কাসেমের বাসা থেকে গাড়ি ছেড়ে বেলা ১টার সময় গন্তব্য পৌঁছে। আধা ঘণ্টা বিশ্রামের পর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে থাকেন। এদিকে দক্ষ বাবুর্চিরা বিরানী ভাত রান্নায় ব্যস্ত থাকেন। লেবারগন আনন্দ উপভোগ শেষে জীবন কে সতেজ করতে। যোহরের নামাজ শেষে মোঃ ইব্রাহিম খানের তত্বাবধানে খাওয়ার পর্ব শেষ করে পুনরায় একটু বিশ্রাম নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এবছরের মত শিক্ষা সফর সফল করে বাসায় পৌঁছে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রড সিমেন্ট ডিলার মোঃ ইসাহাক আলী পাঠান ওরফে সন্টু। সকল লেবারদের মধ্যে টি শার্ট সহ বিভিন্ন উপকরণ দেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন মিস্ত্রী গনহচ্ছে,কামরুল,হাসান, মান্নান,রাজু,মতিউর,রতন,খোরশেদ,লেবারগনরিদয়,সাইফুল,বিল্লাল,হোসেন,ইমামুল, জাহিদ,রাসেল সহ প্রমুখ।
Leave a Reply