রাশেদ খান
চারিদিকে প্রাণের উচ্ছ্বাস
আকাশে পাখিদের মেলা৷
ঘাসের উপর ফড়িং
আর প্রজাপতির খেলা৷
কানে বাজে রাখালের
মন মাতানো বাঁশির সুর৷
আমি নিঃস্তব্ধ, নিরব একা
পান করি তপ্ত সুদা৷
কি নির্মম আমায় কেউ ডাকেনা
আয় খেলা করি খোকা ৷
আমি হতাশার চাদর মুড়িয়ে
দিন গুনি একা৷
পিপাসায় কাতর হলে
খানিকটা তপ্ত জলে আমায়
সতেজ করার চেষ্টা ৷
Leave a Reply