নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলার রায়পুরায় পিকআপ সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১। রবিবার (২৯ জানুয়ারি) রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে মাহমুদাবাদ গ্রামের ডাক্তার বাড়ি এলাকার পাশে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালক খোরশেদ আলম(৪৫) নিহত ও এক যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনায় নিহত সিএনজি চালক খোরশেদ মিয়া ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় সিএনজিতে থাকা এক যাত্রী। স্থানীয়রা জানায়, সিএনজিটি ভৈরব থেকে আসতেছিল হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশ জানায় ‘ নরসিংদী থেকে ছেড়ে আসা একটি পিকাপ ভৈরব যাবার পথে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা বারৈচা গামী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়।’এই সংঘর্ষে পিকাপের সামনের অংশ এবং সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক নিহত মারা যান । সিএনজিতে থাকা আহত এক যাত্রীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিএনজি যাত্রীকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে।
এ ঘটনার পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ যানযট নিরসনে কাজ করে। সকাল ৯ টায় গাড়ি দুটো উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক নুর বলেন,” সকালে সরক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়ী দুটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকেই পিকাপের চালক পলিয়ে যায় । এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
Your article made me suddenly realize that I am writing a thesis on gate.io. After reading your article, I have a different way of thinking, thank you. However, I still have some doubts, can you help me? Thanks.
Your article made me suddenly realize that I am writing a thesis on gate.io. After reading your article, I have a different way of thinking, thank you. However, I still have some doubts, can you help me? Thanks.
Reading your article has greatly helped me, and I agree with you. But I still have some questions. Can you help me? I will pay attention to your answer. thank you.