শামীম খান,মহেশপুর প্রতিনিধিঃ
মঙ্গলবার (৭ জানুয়ারি ২৩) সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার, তিনি বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আজকের এই কর্মশালা অন্যান্য কর্মশালা থেকে আলাদা। আমরা চাকরির চাপে বই পড়া থেকে বিমুখ হয়ে পড়েছি। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের বই পড়ার বিষয়ে আবার দিক নির্দেশনা দিচ্ছে। তিনি আরও বলেন-একটা জাতিকে জানতে চাইলে তাদের লাইব্রেরিগুলোতে যেতে হবে, দেখতে হবে তারা কি বই পড়ে। তিনি কর্মসূচী পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগীতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগনদের আহ্বান করেন।
স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট এ্যান্ড রিডিং স্কিলস এ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আব্দুল্লাহ মুহাম্মদ কুরাইশী, সহকারী ব্যাবস্থাপক মোঃ মশিহুর রহমান, মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাসক মোঃ মাজহারুল ইসলাম। উপজেলার ৪৬ টি স্কুল ও মাদরাসার ২৩ জন প্রতিষ্ঠান প্রধান, ৬৯ জন সহকারি শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আশক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বইপড়া কার্যক্রম পরিচালনার গুরুত্ব দিতে হবে, এতে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, পাঠ দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Leave a Reply