বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গরিব, দুঃস্থ ও অসহায় ২৫০ পরিবারের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯বিজিবি) এর সদর দপ্তরে বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এই ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়।
এসময় ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল (পিএসসি) আলমগীর কবির, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান, সুবেদার মেজর, নায়েব সুবেদার এ্যাটজুটেন্ট এবং ২৯ বিজিবির বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে, ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল (পিএসসি) আলমগীর কবির বলেন, রমজান সংযমের মাস। এই মাস আমাদেরকে সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সাথে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবির সবসময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আজ ২৫০ গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার শুকনো ইফতার, শরবত, ছোলা ভুনা, পিয়াজু, মুড়ি, জিলাপি ও রাতের খাবার মুরগির তেহারি ও ডিমের কোরমা পানি বিতরণ করা হয়েছে।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.