বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
‘স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্কাউটস বিরামপুর উপজেলা শাখার আয়োজনে ‘বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩’ পালিত হয়েছে। এতে বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, শিক্ষক, বর্তমান ও প্রাক্তন স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
আজ শনিবার (৮ এপ্রিল) সকালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা ও স্কাউটস পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিনব্যাপী বিশেষ ডে ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি পরিমল কুমার সরকার। পরে বিদ্যালয়ের অডিটোয়াম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি পরিমল কুমার সরকারের সভাপতিত্বে এবং বিরামপুর রেলকলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অদ্বৈত্য কুমার অপু, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্রমানুসারে উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মন্ডল, বাংলাদেশ স্কাউটস বিরামপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক হারুনুর রশিদ, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যায়লের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকারসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিট লিডার, বিভিন্ন স্কুল-কলেজের স্কাউটস সদস্য, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply