মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর থানা কুটি দুর্গাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দীনের বড় ছেলে এ এস আই জাহিদুল ইসলাম ( জাহিদ) গত কাল ১০ এপ্রিল সোমবার আনুমানিক বিকাল ৫. ৫০ মিনিট টুঙ্গী পূর্ব থানায় কর্মরত অবস্থায় মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। আজ ১১ এপ্রিল মঙ্গলবার নিজ গ্রামের বাড়ি কুটি দুর্গাপুর সকাল ১০ টায় জানাজা শেষে দাফন সম্পর্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন শ্যামকুড় বাজার হসপিটালে দীর্ঘদিন চাকরি করতেন। বাবার চাকুরী সুত্রে ছোট থেকে বেড়ে ওঠেছেন শ্যামকুড় গ্রামে। প্রাইমারি, মাধ্যমিক, কলেজ পর্যন্ত শ্যামকুড় থেকে লেখাপড়া শেষ করেন। বাস্তব জীবনে একজন ব্যক্তিত্ব সম্পন্ন নম্র ভদ্র ও কমল মনের অধিকারী ছিলেন। তিনি সততার সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছিলেন। তিনি রেখে গেছেন বাবা,স্ত্রী, কন্যা,পুত্র, ভাই,বোন,আত্মীয় ও বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী। এমন একজন কৃতি সন্তানকে হরিয়ে এলাকায় চলছে শোকের মাতম।
Leave a Reply