মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,
ভোলা ভোলার বোরহানউদ্দিনে গত ৭ এপ্রিল বিকাশে পার্সোনাল একাউন্ট থেকে মোঃ ফিরোজ নামে এক ব্যক্তির ২০ হাজার টাকা সেন্ড মানি করার সময় ভুলক্রমে অন্য একটি নাম্বারে চলে গেলে তা উদ্ধার করে প্রকৃত টাকার মালিক ফিরোজ এর নিকট হস্তান্তর করেছেন বোরহানউদ্দিন থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) রেজাউল করিম রাজিব।
পুলিশ পরিদর্শক (তদন্ত)রেজাউল করিম রাজিব বলেন,গত ৭ এপ্রিল বিকাশের মাধ্যমে নিজ একাউন্ট থেকে ২০ হাজার টাকা সেন্ড মানি করার সময় অন্য একটি একাউন্টে চলে যায় এই মর্মে গত ৯ এপ্রিল বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়রী করেন ফিরোজ নামে এক ব্যক্তি।
জিডি করার পরপরই টাকা উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ১১ এপ্রিল হারানো ২০ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিক এর নিকট হস্তান্তর করি। এসময় তিনি বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম মহোদয়ের নির্দেশনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার চৌকস নেতৃত্বে ও তত্ত্বাবধায়নে আমাদের এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
Leave a Reply