আগামীর দর্পণ অনলাইন ডেস্কে রিপোর্ট
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণ ছিনতায়ের ঘটনায় কথিত সাংবাদিক আহসান হাবিব সহ -৩জনকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়াম ৫৮বিজিবি।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮বিজিবি)এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল ১৫০০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নেপারমোড় এলাকায় স্বর্ণ চোরাকারবারীর নিকট হতে কয়েক জন ছিনতাইকারী স্বর্ণ ছিনতাই করেছে।ঘটনার প্রেক্ষিতে তৎক্ষনাত টহল দল ঘটনা স্থানে গমন করে এবং স্বর্ণ চোরাকারবারী মো: আলিমুল হক (২১), পিতা- মো: আব্দুর রহিম, গ্রাম- কাঞ্চনপুর, ডাকঘর-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ কে আটক করে।আটককৃত চোরাকারবারীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থলে তদন্তের মাধ্যমে জানা যায় মোঃ এনামুল হক (২৮), পিতা আয়নাল হক, গ্রাম- কুল্লাহ, ডাকঘর- সেজিয়া, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ চোরাকারবারীর নিকট হতে স্বর্ণ ছিনতাই করেছে এবং সাংবাদিক আহসান হাবিব (৩২), পিতা- মোঃ সোহরাব উদ্দিন, গ্রাম- কাঞ্চনপুর, ডাকঘর-নেপা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এই ছিনতাই এর পরিকল্পনার সাথে জড়িত ছিল।অধিনায়কের নির্দেশক্রমে ছিনতাইকারী এবং পরিকল্পনাকারীর নাম ঠিকানা সংগ্রহ করে স্বর্ণ উদ্ধারের জন্য বিভিন্ন যায়গায় একাধিক অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকালে স্বর্ণ ছিনতাইকারী ও পরিকল্পনাকারী মহেশপুর হতে খালিশপুর রোডে গমণ করার সংবাদ পেয়ে একটি টহলদল মহেশপুর খালিশপুর রোডের ভালাইপুর ব্রীজের উপর অবস্থান নিয়ে দুইজনকেই স্বর্ণ ছিনতাই এবং পরিকল্পনা করার অভিযোগে মোটর সাইকেলের গতিরোধ করে ৪৬৬.১৭ গ্রাম (৮টি টুকরো) স্বর্ণসহ আটক করতে সমর্থ হয়। আটকৃত স্বর্ণের মূল্য ৩৮,৭৭,০৭০ /- (আটত্রিশ লক্ষ সাতাত্তর হাজার সত্তর) টাকা।স্বর্ণ ছিনতাই, ছিনতাই এর পরিকল্পনাকরা এবং পাচার করার অভিযোগে তাদের ব্যবহৃত মোটর সাইকেল এবং মোবাইল ফোনসহ মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের টুকরা গুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Leave a Reply