আশরাফুল আলম মহেশপুর প্রতিনিধিঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ রুগীর খোঁজখবর নিলেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ এমপি।
মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়নের মালাধর পুর গ্রামের,আইয়ুব হোসেন চাচার পিঠেপানি জমে ছিল। পানি বের করাতে তিনি আজ অনেক সুস্থ, নবী নেওয়াজ এমপিকে কাছে পেয়ে অনেক খুশি।
তিনি অসুস্থ আছে কিনা তার কাছে আর কিছু মনে হচ্ছে না, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ এমপিকে কাছে পেয়ে সে যেন সুস্থ হয়ে উঠলেন, উঠেই সে বলতে লাগল সেই ১৯৭১ সালের গল্প বললেন, তার গল্প শুনে নবী নেওয়াজ এমপি, বললেন , আমি যেনো ফিরে গেলাম সেই শৈশবের স্মৃতিতে, দোবিলার সেই পদ্ম পাতার উপর দাগের গল্পে। তখন আমার বাবার কথা মনে পড়ে গেল। বাবাও এ কাজটিই করতেন মানুষকে বুঝাতেন যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য।
( রুগী ২) যাদবপুর গ্রামের নাজমুল দীর্ঘ ৩মাস ঢাকা মেডিকেল হাসপাতালে থেকে নিঃস্ব হয়ে গেছে। একটি ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যাওয়ার গল্পটি বড়ই করুন। তবু্ও ও যে বেঁচে আছে অনেক কষ্টের মধ্যে। আজসহ ৫দিন ওকে দেখতে গেলেন নবী নেওয়াজ এমপি।
আজ নাজমুলের কথা বলা, অসহায়ত্ব এবং ওপর চোখ ছলছল করা দেখে আমার কান্না থামাতে পারিনি। অবশেষে ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ এমপি বললেন, আমার নিজ এলাকা কোটচাঁদপুর ও মহেশপুর সকলকে ও দেশ ও দেশের বাহিরে যারা আছেন।
আপনারা এই দুইজনার জন্য দোয়া করবেন।
Leave a Reply