তন্ময় দেবনাথ রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৭এপ্রিল) ২৫ রমযান আড়ানী পৌরসভার প্রয়াত মেয়র মিজানুর রহমান মিনু’র মিল মাঠ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রায় ৫শতাধিক ধর্মপ্রাণ মুসল্লী এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী মালতী সরকার, আড়ানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মকলেসুর রহমান মুক্তা, সাবেক প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান মতি, বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান নিপন, আড়ানী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ কামরুল হাসান জুয়েল, মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি মুক্তি খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আড়ানী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান নাইম খান, গণমাধ্যম কর্মী জিয়াউল ইসলাম জুয়েল, তন্ময় দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ টুটুল ইসলাম সভাপতি, আড়ানী পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রুবেল আলী। সাধারণ সম্পাদক, আড়ানী পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ।
Leave a Reply