খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার চৌরঙ্গী বাজারে অবস্থিত রয়েল স্টার স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে রয়েল স্টার স্কুলের আয়োজনে অত্র প্রতিষ্ঠান চত্বরে এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রয়েল স্টার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আরমান ইসলামের সঞ্চালনায় আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, নৃপেন্দ্র নারায়ণ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সরহদ্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় রায়, আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব ছকিউদ্দীন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইদ্রিস আলী প্রমুখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও পরীক্ষার্থীদের উপহার প্রদান করা হয়।
Leave a Reply