মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে হেলমেট ব্যবহার না করায় ও অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং এর দায়ে ৭ জন মোটরসাইকেল চালককে ৪৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম এ জরিমানা করেন। এসময় অবৈধ ভাবে মোটরসাইকেল পার্কিং এর দায়ে মোঃ নুরুজ্জামান(৪৫) নামে এক ব্যক্তি কে সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৭ ধারার বিধান লঙ্ঘনে ১৫০০ টাকা এবং মোঃ রফিক(৩৫),সালাউদ্দিন(৩৩),মেহেদী হাসান(৩২),খায়রুল হোসেন(৩৫),আনোয়ার হোসেন(৪৫),মোঃ রাশেদ(৩৫) কে হেলমেট ব্যবহার না করায় সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৪৯ ধারা লঙ্ঘন করায় ৯২ ধারায় প্রত্যেক কে ৫০০ টাকা করে ৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply