ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের নেতা আবুল বাশার (৪০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্য ভাতিজা রেদোয়ান রাফিসহ তার সহযোগীদের বিরুদ্ধে। নিহত আবুল বাসার (৪০) পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ীর মৃত মুনছুর আহমদের ছেলে এবং সে পেশায় নির্মাণ শ্রমিক। বুধবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় পরকোট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে মোশাররফ মডেল স্কুল মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ,গত পরশু দিন ফয়েজ আহমেদের সাথে নিহতের জমি সংক্রান্ত বিরোধে ঝগড়া হলে নিহত আবুল বাসার ফয়েজ আহমেদকে চড়-থাপড় মারে সেই চড়েই সূত্র ধরে আজকে তাঁর ছেলে রেদোয়ান রাফির নেতৃত্বে হত্যা কান্ডটি ঘটছে। নিহতের ভাতিজা জহিরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আবুল বাশারের সঙ্গে তার চাচাতো ভাই ফয়েজ আহমদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সকালে নিজ গ্রামে মোসারফ মডেল হাইস্কুল মাঠে নিহত আবুল বাসার ও তার বড় ভাই মিলে ধানের মাড়ানোর কাজ করা অবস্থায় একই বাড়ির ফয়েজ আহমেদের ছেলে রেদোয়ান রাফির নেতৃত্বের ধান মাড়ানোর সময় ফয়েজের পুত্র রেদওয়ান (১৮) নেতৃত্বে আনোয়ার হোসেনের ছেলে ইয়াকুব(১৮), খোকনের পুত্র ইয়াসিন (২০), লোকমান হোসেন ছেলে ইয়াসিন (১৯), গোলাম মাওলার ছেলে শামীম, দেওয়ান বাড়ীর মজিবুল হক ছেলে রবিউল আলম রুবেল(১৮) সহ ১৪/১৫জন কিশোর গ্যাংয়ের সদস্যরা এসে মোটা শক্ত কাঠ দিয়ে নিহত আবুল বাসারকে অতকির্ত হামলায় চালিয়ে গুরুত্বর আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে হাসপাতালে আসার পূর্বেই মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন। চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শহীদুল ইসলাম নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন উনি গাড়িতে মারা গেছে। তিনি আরো বলেন মরদেহে মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন নিহতের ঘটনায় নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো এবং আসামিদেরকে ও গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
Leave a Reply