দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ
স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর সদর উপজেলার কমলপুর বাজারের টিনসেট প্ল্যাটফর্মের ওপর এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মে ) সকালে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারের টিনসেট প্ল্যাটফর্মের ওপরে শুয়ে থাকা অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির নাম ঠিকানা জানা যায়নি। তবে স্থানীয় সুত্রে জানা যায় নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে কমলপুর বাজারে ঘোরাফেরা করত। ১০নং কমলপুর ইউনিয়নের চেয়ারম্যান আহচান হাবীব সরকার বলেন ,”সকাল আনুমানিক ৮ ঘটিকার সময় বিষয়টি আমাকে জানায় আমি এসে নিশ্চিত হয়ে কোতয়ালী থানায় ফোন দেই। কিন্তু এখনো লাশের কোন পরিচয় মিলেনি।
স্থানীয় বাজারের দোকানদার আক্তারুল ইসলাম বলেন “দুইদিন আগে এই লোকটি আমার দোকান থেকে বিড়ি কিনে নেয় এবং আমাকে টাকাও দেয়। পানের দোকানদার মজিবর রহমান বলেন “সে আমার দোকান থেকেও একটি সিগারেটের নেয় এবং ৫০ টাকার নোট দেয় আমি ৪৫ টাকা তাকে ফেরত দেই। চায়ের দোকানদার দেলোয়ার হোসেন বলেন “লোকটি আমার দোকানে এসে চা কিনে নেয় আর অন্য কোন খাবার খাওয়া বা কিনা আমি দেখিনি,তবে লোকটি পানিতে চিনি মিশিয়ে ৪-৫ গ্লাস করে পানি খাওয়া দেখেছি এবং বেশ ক’দিন ধরে এই লোকটি বাজারে ঘোরাফেরা করতেছে তার নাম ঠিকানা জানতে চাইলে কিছুই বলে না। কিন্তু আজ রাতে বৃষ্টি হয় সে ঠান্ডায় এবং না খাওয়া অবস্থায় হয়তো মারা গেছে। কিন্তু ওই ব্যক্তির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে কোতয়ালী থানার পুলিশ গিয়ে মরদহের সুরতহাল পরীক্ষা করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
Leave a Reply