আবু সাইদ চৌধুরী (রানীনগর- নওগাঁ)
নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও তার স্ত্রী মনি আক্তার (২৫) কে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। রবিবার রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়ি থেকে ওই দম্পতিকে আটক করা হয়। আটককৃত ওই দম্পতির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ওই দম্পতি নিজ বাড়িতে মাদক বেচা-কেনা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানার এসআই কল্লোল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী দম্পতি ফরহাদ ও তার স্ত্রী মনিকে আটক করা হয়। আটককালে তাদের হেফাজতে বাড়িতে রাখা দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত দুইজনের বিরুদ্ধে রাতেই থানায় মাদক মামলা রুজু করা হয়। সোমবার দুপুরে তাদের দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
Leave a Reply