জেলা প্রতিনিধি আল আমিন মোল্লা
চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চ, চুয়াডাঙ্গায় অদ্য ০১.০৬.২০২৩ খ্রিঃ সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে জনাব মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল ইসলাম মালিক, সাবেক কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চুয়াডাঙ্গা, জনাব মুন্সী আবু সাইফ, সহযোগী অধ্যাপক, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা, জনাব মামুন বিন সালেহ, জেলা কালচারাল অফিসার, শিল্পকলা একাডেমি, চুয়াডাঙ্গা। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন সম্মাননাপ্রাপ্ত গুণীজন, সম্মানিত সুধীজন, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং জেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ।
Leave a Reply