স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হবিবর রহমান নামে এক ইউপি সদস্যের বাড়িতে দ্বিতীয় স্ত্রীর মর্যদার দাবিতে অনশন করছেন শহর বানু নামে এক অসহায় বিধবা নারী।
শুক্রবার রাত ৯টা থেকে পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামে সেই ইউপি সদস্যের বাড়িতে অনশন করছেন অসহায় ভুক্তভোগী সেই নারী।
বিধবা শহর বানু জানান,তাকে বিয়ে করে ভরণ পোষণ ও থাকার জায়গা না দিলে আমি আমার স্বামীর বাড়িতে এসেছি। এখানে আমার স্বামীর প্রথম স্ত্রী ও তার ছেলে মেয়েগুলো আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সেই সাথে আমার ভ্যানিটি বেগে থাকা ৫০ হাজার টাকা ও আমার হাতের বালা কেড়ে নেয়।
মেম্বার আমার কাছ থেকে দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে ইউপি সদস্য হবিবুর রহমান বলেন,ঘটনাটি উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম,মিলন কমিশনার সহ সবাই জানে আমি তার জীবন বাঁচানোর জন্যে কত কি করলাম।
এ বিষয়ে ৬নং পীরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন রিসিভ হয়নি।
Leave a Reply