বিশেষ প্রতিনিধি:- কে বা কারা ফেক মেইল আইডি খুলে প্রশাসনের মেইলে ভুয়া তথ্য প্রেরনকারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের সভাপতি এবং সরকারি মিডিয়া তালিকাভুক্ত ও অষ্টম ওয়েজ বোর্ডের অন্তরভুক্ত,জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি ও মুভমেন্ট ট্রেডিং ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্হপনা পরিচাক,জনাব খলিলুর রহমান। তিনি আরো জানান, মেইল আইডিটি তিনি কখনো খুলেননি, আর ব্যবহার করার প্রশ্নই উঠেনা। প্রশাসনের স্বনামধন্য কর্মকর্তার নামে মিথ্যা অপবাদমূলক মেইল প্রেরণ করে কর্মকর্তাদের অপদস্ত করা এবং খলিলুর রহমানের সামগ্রিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে সম্মানহানি করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে “khalilurrahmanaepz@gmail.com” নামে ফেক মেইল আইডি খুলে কতিপয় সাংবাদিক নামধারী কুচক্রী মহল এ ধরনের হীন কাজের সাথে জড়িত জানিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি চক্রান্তকারিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে আইনি ব্যবস্হা প্রক্রিয়াধীন বলেও আমাদের প্রতিনিধিকে জানান।
Leave a Reply