বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি: ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে ভার্চুয়ালী ভিডিও তে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার কতৃক হত্যার হুমকির প্রতিবাদে ফের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করেছে বোরহানউদ্দিন উপজেলা সচেতন নাগরিক ফোরাম,পুরো এলাকায় বিরাজ করছে উত্তেজনা,ঘটনাটিকে ঘিরে যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ৭ জুন বুধবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে ও মিছিলে বোরহানউদ্দিন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,সাংবাদিক,ব্যবসায়ী,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। বোরহানউদ্দিন পৌরসভা থেকে মিছিলটি বের হয়ে বোরহানউদ্দিন থানার সামনে এসে শেষ হয় তারপরই শুরু হয় অবস্থান কর্মসূচি। বোরহানউদ্দিন উপজেলার সচেতন নাগরিক ফোরামের সভাপতি ও সরকারি আবদুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সচেতন নাগরিক ফোরামের পক্ষে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আহমেদ উল্লাহ আনছারী, মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অনিল চন্দ্র দাস,বাজারের ব্যবসায়ী জাফর উল্লাহ চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও নাগরিক ফোরামের সদস্য মো. সোহেল হোসেন সহ উপজেলা সচেতন ফোরামের সদস্যবৃন্দ। সমাবেশে বক্তব্যরা আলাউদ্দিন সর্দারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আলাউদ্দিন বাইরে কেন প্রশাসন জবাব চাই,এমপি মুকুলের হত্যার পরিকল্পনা কারি আলাউদ্দিন বাইরে কেন ওসি সাহেব জবাব চাই এই স্লোগানে স্লোগানে উত্তাল ছিল বোরহানউদ্দিন। এদিকে অবস্থান কর্মসূচী চলাকালীন পরিস্থিতি অস্বাভাবিক দেখে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরল ইসলাম হাওলাদার সমাবেশ স্থলে আসেন এবং অতিদ্রুতই ইউপি চেয়ারম্যান হত্যার হুমকিদাতা আসামি আলাউদ্দিন সর্দারকে গ্রেফতার করার আশ্বাস প্রদান করেন। বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন,আমরা মামলার পর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য যে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার ভার্চ্যুয়ালি এক ভিডিও কলে গত শনিবার (৩ জুন) হুমকি দেন। হুমকির ৩১ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে আলাউদ্দিন সর্দারকে বলতে শোনা যায়,‘ইনশাআল্লাহ আমি দাঁড়াব, এরপর যদি এমপি আলী আজম মুকুল কিছু করে। তাহলে আমি আপনাকে বলে রাখি, প্রকাশ্যে আমিই এমপি আলী আজমকে মেরে ফেলবো।আমি একাই তাকে মেরে ফেলবো, কাউকে লাগবে না,যদি পরবর্তীতে ওই বিকালেই ভিডিও লাইভে তিনি বলেছেন তার কথোপকথনটি সম্পূর্ণ ইডিট করা এর সাথে তিনি সম্পৃক্ত নন তাকে ফাসানো হয়েছে। এতে শনিবার রাত থেকেই এমপির নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখান এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সোমবার ৫ জুন।জানা গেছে,আজ ৮ ই জুন বৃহস্পতিবার দৌলতখান ও অবস্থান কর্মসূচি পালন করছেন দৌলতখান উপজেলা সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
Leave a Reply