মোঃ আজিজুল ইসলাম(ইমরান) সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর নামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সুস্থ থাকতে খেলা-ধূলার বিকল্প নেই। আমরা যুব সমাজকে যদি খেলার মধ্যে আনতে পারি তাহলে যুব সমাজ মাদক ও সন্ত্রাস মুক্ত থাকতে পারে। খেলা-ধূলায় পারে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখতে পারে।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন ও সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখো-মুখি হয় কালিগঞ্জ ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজ বনাম সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজ। প্রথমার্ধের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের খেলায় পর পর সখিপুর খান বাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজ দল দুটি গোল করে। ফলে কালিগঞ্জ ধলবাড়িয়া রতনপুর মথুরেশপুর ইউনাইটেড আইডিয়াল কলেজকে ২-০ গোলে পরাজিত করে সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অতিথিরা খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন। ফাইনাল খেলার সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন সখিপুর খানবাহাদুর আহছানউল্লাহ সরকারি কলেজের শামীম, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলের রিয়াদ এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন একই দলের হাসানুজ্জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ মোট ১৬টি কলেজ অংশ নিয়েছিল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী, শিমুন শামস, শেখ হেদায়েতুল ইসলাম, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুন, আফিদা খন্দকার, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধক্ষ্য শেখ মাসুদ আলী প্রমুখ। খেলার রেফারির দায়িত্ব পালন করেন ইমন, সহকারী রেফারি স্বপন, রাজু ও নাজমুল। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।
Leave a Reply