আব্দুল কুদ্দুস গাজীপুর প্রতিনিধি
গত শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে গাজীপুর সদর থানাধীন আদাবই এলাকায় নেক্সাট এক্সপোর্ট জোন ফ্যাক্টরির সামনে গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের কতিপয় দুষ্কৃতকারীরা আগ্নেয়াশ্র ও দেশীয় অস্ত্র সহ ধাওয়া পাল্টা দাওয়া করে ও গুলি ছোড়ে। এ সময় জনৈক আতিকুর রহমানের কোমর ও শাহাদাত নামের এক ব্যক্তির পেটে গুলিবিদ্ধ হয়।
এব্যাপারে পরের দিন জনৈক করিমা বেগমের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে সদর থানাধীন ছোট দেওরা এলাকা হইতে উক্ত ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শীর্ষ সন্ত্রাসী রাকিবুল ইসলাম শাহীন ওরফে ব্লাক শাহীনের সহযোগী আরো ৯ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। শাহীনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সদর থানাধীন ছোট দেওরা এলাকায় তার ডিস ও ইন্টারনেট ব্যবসার অফিসে অস্ত্র রেখেছেন বলে পুলিশের নিকট স্বীকারোক্তি দেন। তার স্বীকারোক্তিতে গতরাত ২,১৫ ঘটিকার সময় অভিযান চালিয়ে তার অফিস কক্ষের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে সোফার নিচ হতে ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল ১ রাউন্ড পিস্তলের গুলি ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। বিষয়টি আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ -পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ আবুতোরাব মোঃ শামসুর রহমান।
Leave a Reply