বোরহানউদ্দিনে আওয়ামীলীগের জন্মদিন জনসমুদ্রে পরিণত
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী জন সমুদ্রে পরিনত হয়েছে। ২৩ জুন শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এতে দলটির হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহনে শোভা যাত্রাটি জনসমুদ্রে পরিনত হয়েছে। শোভাযাত্রা শেষে বাংলাদেশে আওয়ামীলীগ বোরহানউদ্দিন উপজেলা শাখার দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মুকুল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করে আসছে। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে,আমাদের আধুনিক মেট্রোরেল,পদ্মা সেতুর মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ আজ রোড মডেল হিসেবে পরিচিত লাভ করেছে কিন্ত পদ্মা সেতু যাতে বাংলাদেশের না হয় সে জন্য অনেকেই ষড়যন্ত্র করেছে কিন্তু বঙ্গবন্ধুকন্যা সব ষড়যন্ত্রকে পিছনে ফেলে বীরের মতো পদ্মা সেতু নির্মাণ করে ষড়যন্ত্রকারীদের মুখে কালিমা লেপন করেছে। এ সময় তিনি আরো বলেন,আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ষড়যন্ত্র করবে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ,কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী,সাচড়া ইউপি চেয়ারম্যান মহিবুল্লাহ মৃধা,দেউলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল,টগবী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবুল কালাম,পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশ্বজিৎ দে,টগবী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,ছাত্রলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply