মোঃসোহেল রানা সোহাগ,কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ৩ নং কুশনা ইউনিয়নের ইকরা গ্রামের রাস্তার
৩ টি মেহগনি ও ১ টি ভেটুল গাছ কেটে বিক্রি করে দিয়েছেন আতর আলির ছেলে আসাদুল ইসলাম (৫০).কোটচাঁদপুর মডেল থানায় গাছ সংশ্লিষ্ট জমিওয়ালা আব্দুর রহমান ও আলি হোসেন বুধবার রাতে আলাদা আলাদা অভিযোগ দায়ের করেছেন।সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় মঙ্গলবার ভোরে চানপাড়া টু তালিনা গ্রামের প্রধান সড়ক সংলগ্ন অবস্থিত গাছ গুলি বিক্রি করে দিয়েছেন কাদিরকুল এলাকার ব্যাপারী রেজাউল ইসলাম এর কাছে।অভিযোগ কারীদের জমি সংলগ্ন গাছগুলি কাউকে কিছু না বলেই আসাদুল ইসলাম কেটে বিক্রি করে দিয়েছেন।আব্দুর রহমান ও আলি হোসেন বিষয়টি জানতে পেরে আসাদুল কে জিজ্ঞেস করলে তাদের কে চুপ থাকতে বলে এবং কাউকে কিছু বললে ফল খারাপ হবে বলেছেন।এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী উপজেলা প্রশাসন,ইউনিয়ন ভুমি অফিস ও বনবিভাগ কে অবহিত করে।কুশনা ইউনিয়নের ভূমি কর্মকর্তা সেলিম রেজা ও গ্রাম সংশ্লিষ্ট তালসার পুলিশ ফাঁড়ির এ,এস, আই এনামুল হক স্থানটি পরিদর্শন করেছেন।এ ব্যাপারে সেলিম রেজা বলেন গাছগুলি আমাদের নায়েব অফিসের আওতায় নয়,এটা ফরেষ্ট অফিসের গাছ।এ,এস,আই এনামুল বলেন থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে আগামী ২৪ তারিখ সকালে বাদী ও বিবাদীদের পুলিশ ফাঁড়িতে হাজির থাকার জন্য বলা হয়েছে।কোটচাঁদপুর উপজেলার সামাজিক বনায়ন কর্মকর্তা মুঠোফোনে বলেন আমি অসুস্থ তাই ঢাকাতে অবস্থান করছি, তবে বিষয়টি খতিয়ে দেখছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply