মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নুরনবী(৪৫) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বোরহানউদ্দিনের থানা সুত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ আলতাফ হোসেন ও সহকারি উপ-পরিদর্শ মেহেদী হাসান সহ একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৬ জুন সোমবার সকালে ডিএমপি ঢাকার কোতায়ালী থানাধীন সদরঘাট এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরনবীকে গ্রেফতার করা হয়। নুরনবী বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত জালাল আহম্মেদের ছেলে বলে জানা গেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া মঙ্গলবার সকালে আজকের পত্রিকাকে বলেন,খিলগাও থানার মাদক মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তার নামে যাবজ্জীবন সাজা দেওয়ার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন। তবে গতকাল ঢাকা থেকে বিভিন্ন কৌশল অবলম্বন করে বোরহানউদ্দিন থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং ২৭ জুন মঙ্গলবার সকালে আসামীকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান,নুরনবীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আরো ৪ টি গ্রেফতারি পরোয়ানার রায় হয়েছিল।
Leave a Reply