নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদের সাম্প্রতিক প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায় ৬ তলা ভিত বিশিষ্ট ৪ তলা ভবন কমপ্লেক্সের বৃত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম।
বুধবার (২৮জুন) দুপুর ১২টায় উপজেলা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণ কাজ আরম্ভ করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনীতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ-একটিভ গ্রুপের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, পৌরসভা মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হুদা সাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা স্বপন প্রমূখ।
তাহসিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খোরশেদ আলম বলেন ৬কোটি ৩২লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে উপজেলা কমপ্লেক্স। চাটখিল (এলজিইডি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কমপ্লেক্স ৬তলা ভিত ৪তলা ভবন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজটি সম্পন্ন করা হবে বলে জানান।
Leave a Reply