পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভিয়াইল ইউনিয়নে কাঁকড়া নদীতে ১৭৫ মিটার সেতুর নির্মাণকাজ পরিদর্শন করলেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির একান্ত সহকারি শাহ সালাউদ্দিন আহমেদ। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার বহুল কাংখিত এই ব্রীজটি জাতীয় সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি তাঁর নির্বাচনেের অঙ্গিকারের অংশ হিসেবে ওই এলাকার মানুষের প্রাণের দাবী ছিল ব্রীজটি নির্মাণের। সেখানকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মোতাবেক ২০১৭ সালের অক্টোবর মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ১৭৫ মিটার আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এতে বরাদ্দ দেওয়া হয়েছিল ১৩ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার টাকা। কাজটি সম্পন্ন হওয়ার কথা ছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। কাজটি পেয়েছিল ঢাকা দোহারের মেসার্স সুরমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু দেশে করোনা পরিস্থিতির কারনে দীর্ঘ ছয় বছরেও শেষ হয়নি এর নির্মাণ কাজ। বিভিন্ন অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় চিরিরবন্দর উপজেলার তিনটি ইউনিয়নের যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। পরিদর্শনকালে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি”র একান্ত সহকারি শাহ সালাউদ্দিন আহমেদ বলেন, “গত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও এমপি মহোদয়ের সহযোগিতায় চিরিরবন্দরে এ ধরনের দৃশ্যমান বহু কাজ হয়েছে। ইতিমধ্যে ভিয়াইল কাঁকড়া নদীর উপর নির্মিত সেতুর ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে এই সেতুর কাজ শেষ হবে বলে আশা করছি এ ছাড়াও সেতুটির দুই পাড়ে এপ্রোচ সড়ক নির্মাণ করা হবে”। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র নাথ রায় বলেন, “সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগেই যদি ব্রীজের কাজ শেষ হয় তাহলে এই এলাকায় আমাদের ভোট অনেক বাড়বে”। তবে সেতুটির পিলারসহ অন্যান্য কাজ মোটামুটি ৭০ ভাগ শেষ হয়েছে”। এই সেতু নির্মাণ হলে উপজেলা ও জেলা শহর সড়কের বিকল্প পথে দূরত্ব কমবে প্রায় ১০ কি.মি। সড়ক পথে যাতায়াত ব্যাবস্থা সহজ হবে”। তবে খুব শিগগিরই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন এলজিইডি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলিম সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মোঃ আজিম উদ্দিন সরকার গোলাপ, ১০নং পুনট্টি ইউপি চেয়ারম্যান মোঃ নুর এ কামাল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তপন কুমার মহন্ত,ভিয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিন্দ্র নাথ রায়,সাধারণ সম্পাদক তাপষ কুমার রায়, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহিনুর রহমান, গফ্ফার রহমান, সাধারণ সম্পাদক হরমোহন রায়, জ্যোতিষ চন্দ্র রায়, সুরেন্দ্র নাথ রায় প্রমূখ।
Leave a Reply