ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় একটি গ্রামে শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। জানাগেছে,শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নস্তী নামক এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি উপজেলার পদ্মরাজপুর গ্রামে। তার স্বামী বিল্লাল হোসেন অসুস্থ স্ত্রী মরিয়ম বেগম কে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার স্বামী বিল্লাল হোসেন আহত হন। মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মুনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরিয়ম বেগমের পেটে সমস্যাজনিত কারণে তাকে নিয়ে মোটরসাইকেলযোগে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন বিল্লাল হোসেন। পথিমধ্যে নস্তী নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে স্বামী-স্ত্রী দু’জনই গুরুতার আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক মরিয়ম বেগমকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লাল হোসেনকে হাসপাতালে চিকিৎসায় আছে।
Leave a Reply