ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকার বালিয়াডাঙা গ্রামে গরুর খাদ্য বিছালি মোটরচালিত মেশিন দিয়ে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন সন্তানের জননী নাজমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার(১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে স্থানীয়রা জানান,বালিয়াডাঙা গ্রামের হাসান আলীর স্ত্রী নাজমা বেগম(৩০) তাদের বাড়িতে পোষা গরুর খাবারের জন্য মোটরচালিত মেশিন দিয়ে বিছালী কাটতে গিয়ে বিদ্যুৎতের শটসার্কিট হয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। এ ঘটনা দেখে আহত গৃহবধূকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। তার মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ দুর্ঘটনার ব্যপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)বিদ্যুৎস্পৃষ্টে মহিলার মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
Leave a Reply