ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা প্রশাসক রফিকুল ইসলাম সার্বিক সহযোগিতায় আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে ঘরের টিন ও৬ হাজার টাকা প্রদান করলেন দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু।
কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকায় আম্পান নামক ঝড় ব্যাপক ভাবে ঝড় ও শিলাবৃষ্টিতে ইরি ধান সহ প্রায় ৫ হাজার একর জমির সকল ধরনের ফসলের আবাদ, টিনের বেড়ার তৈরি ঘর সহ মাটির তৈরী বাড়িঘর ভেঙে পড়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল।পরে আম্পান নামক ঝড় ও শিলাবৃষ্টিজনিত কারণে ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়, টিভি সহ সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশিত হয়।এরপর ঝিনাইদহ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার এমপি,জেলা প্রশাসক সহ কালীগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টিতে আসে।পরে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার(৪ জুলাই) দুপুর ১২টার দিকে ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু আম্পান ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ৬০টি পরিবারের মাঝে ৬০ বান ঢেউটিন ও ৩০ জন ক্ষতিগ্রস্থ কৃষককেদের মাঝে প্রতিজনের হাতে ৬ হাজার টাকার চেক তুলে দেন । এসময় উপস্থিত ছিলেন ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব সহ মেম্বার মিজানুর রহমান বটা, সকল মেম্বার সহ সংরক্ষিত মহিলা মেম্বারবৃন্দরা।
Leave a Reply