1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
নওমালায় খালে পানি না থাকায় শতাধিক কৃষকের হাহাকার।
মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ কর্মী নিয়োগ চলছে
দৈনিক আগামীর দর্পণে,দেশের প্রতিটি জেলা উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানে পুরুষ মহিলা সংবাদকর্মী নিয়োগ চলছে। আগ্রহীরা সিভি পাঠান, agamirdarpon@gmail.com, ০১৯১৭-৬৬৫৪৫০
শিরোনাম :
অতর্কিত হামলায় দোয়াত কলমের ৩ কর্মী আহত, এলাকায় উত্তেজনা! ফুবাড়ীতে আমনধান সংগ্রহে কৃষক নির্বাচন লটারী অনুষ্ঠিত সন্তান লালন পালনে মায়ের ভূমিকা -এমপি সালাহ উদ্দিন মিয়াজী নওগাঁ’র রানীনগরে উপজেলা নির্বাচনকে ঘিরে চতুরর্মুখী লড়াইয়ের সম্ভাবনাঃ মহেশপুরে তিনদিন যাবৎ অবরুদ্ধ অসহায় আবুসিদ্দিকের পরিবার সরকারি ভূমি হতে শতবর্ষী গর্জন গাছ কেটে চুরি; ক্ষতিতে বন ও পরিবেশ আংশিক খন্ডাংশ উদ্ধার; কোটচাঁদপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক’কে হত্যা সহ গুম করে দেওয়ার হুমকি. সস্তান লালন পালনে মায়ের ভূমিকা মূখ্য -এমপি সালাহ উদ্দিন মিয়াজী  বাউফল উপজেলা নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে এগিয়ে খ,ম মশিউর রহমান লাবলু বিশ্বাস নকলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ

নওমালায় খালে পানি না থাকায় শতাধিক কৃষকের হাহাকার।

  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩২ Time View

মোঃ শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের শতাধিক কৃষক পানির জন্য হাহাকার করছেন। ১৮ মার্চ সোমবার সরেজমিনে ওই গ্রামে গিয়ে জানা যায়, সম্প্রতি বটকাজল গ্রামে প্রায় ৪০০ একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। দীর্ঘদিন থেকে কতিপয় প্রভাবশালী কাশিপুর,বগা ও মহিষাদি এলাকার ৩টি সুইস গেইট নিয়ন্ত্রণ করায় ওই গ্রামে পানির সংকট দেখা দেয়। পানি না থাকায় নওমালা-বগা খাল শুকিয়ে গেছে। ফলে ইরি ধানের ক্ষেত ফেটে চৌচির হয়ে যেতে বসেছে। নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জালাল আকন বলেন, কয়েক বছর আগে এলজিইডির অর্থায়নে জনগুরুত্বপূর্ণ নওমালা-বগা খালটি খনন করা হয়। কিন্তু ৩টি স্লইস গেইট নিয়ন্ত্রণ করায় খালটিতে পানির প্রবাহ নেই। ফলে নওমালা, বগা ও দাশপাড়া ইউনিয়নের শত শত মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ফসল চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের মাঝে হাহাকার বিরাজ করে। চলতি মৌসুমে বটকাজল গ্রামে ৪০০ একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। পানি না থাকায় মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। স্থানীয় কৃষক মিজান মৃধা, আলাউদ্দিন আকন, অলিউল্লাহ হাওলাদার, আবুল কাজী ও নাসির খলিফা বলেন, ইরি ধানের বীজ রোপণের পর ক্ষেতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে বটকাজল গ্রামের খালে পানি না থাকায় কৃষকরা মহাবিপাকে পড়েছেন। কৃষকদের সুবিধার জন্য অবিলম্বে ৩টি সুইস গেইট খুলে দেয়ার দাবি জানিয়ে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. কামাল হোসেন বিশ্বাস বলেন, সুইস গেইট নিয়ন্ত্রণ করে মাছ শিকার করছেন কয়েকজন প্রভাবশালী, আমি বিষয়টি কৃষি কর্মকর্তাকে জানিয়েছি। তিনি আরো বলেন খালে ভিতরে কচুরিপানা ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করা দরকার। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস বলেন, কৃষকদের সুবিধার জন্য কৃষকদের লেখিত আবেদন দিতে বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, পানির ব্যবস্থা করতেছি নওমালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সাথে কথা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST