1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতিকারীদের কোনো জায়গা নাই: বাবু খান
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতিকারীদের কোনো জায়গা নাই: বাবু খান

  • প্রকাশিত সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৪৫ Time View

ওমর ফারুক, জীবননগর, চুয়াডাঙ্গা বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতিকারী কোনো জায়গা নাই বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার উথলীতে সম্প্রতি খুন হওয়া দুই সহোদরের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা বিএনপির সভাপতি এ কথা বলেন। বিজিএমইএ সভাপতি বলেন, দুষ্কৃতিকারী এবং খুনি এদের কোনো দল-ধর্ম-বর্ণ নাই। যদি দুর্ঘটনাক্রমে যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তারা যদি কোনো পদে থেকে থাকে, দলের প্রথম সিদ্ধান্ত তাদের বহিষ্কার করা হবে। দ্বিতীয় কথা হচ্ছে, দলের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেন তারা যাতে ন্যায় বিচার পান। এবং দলের কোনো নেতা পর্যায়ের নেতা যদি এই ন্যায় বিচার পেতে কোনো প্রকার বাধা তৈরি করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল শান্তিপ্রিয় দল, জনগণের দল। এখানে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। কোনো দুষ্কৃতিকারী জায়গা নাই। পরে শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর বাজারের নিকট ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল। আমামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ৩০০টা আসনে ইতিমধ্যে প্রচারণা শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিকের কিছু নাই। প্রতিনিয়ত তৃণমূলের নেতা-কর্মীরা তারা যার যার অবস্থান থেকে ধানের শীষের প্রতীক যাতে বিজয়ী লাভ করে সেজন্য কাজ করে যাচ্ছে। আজকে আমরা এখানে এসেছে উথলী ইউনিয়নের ৪টা ব্রিজ অতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সে ব্যাপারে আমরা প্রশাসনের সঙ্গে কাজ কবর কত দ্রুত এই ব্রিজগুলো তৈরি করা অথবা মেরামত করা যায়। সেই লক্ষ্যে আমরা কাজ করব। চুয়াডাঙ্গা-২ আসন থেকে নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাবু খান বলেন, এটা হলো আমাদের যারা প্রতিপক্ষ সম্ভাব্য, তাদের অতি উৎসাহ। আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলি নাই যে এখানে আমি নির্বাচন করব না। আবার এখান থেকে আমি নির্বাচন করব সেই ঘোষণাও দিতে পারছি না, দল যদি নমিনেশন না দেয়। বিজিএমইএ নির্বাচনে সভাপতি হওয়ার পর আমার ওপর বাড়তি কিছু দায়িত্ব, জাতীয় দায়িত্ব, সেই দায়িত্ব আমি পালন করছি। আগামীতে দল নমিনেশন দিলে অবশ্যই নির্বাচন করব। এবং এটা নির্ভর করছে আমাদের দলের নেতা, কর্মী, জনগণের ওপরে। জনগণ যদি চায় অবশ্যই নির্বাচন করব। তো এটা নিয়ে ধোঁয়াশা কেউ কেউ তৈরি করছে, সেটাই কান না দেওয়ায় ভালো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST