……………কক্সবাজারে প্রভাষক রাশেদ আনোয়ার। আবদুর রহমান কক্সবাজার থেকে। জাতি গড়ার কারিগর শিক্ষকদেরকে অভুক্ত রেখে জাতি বিনির্মাণ করা যায় না। আদর্শ, দেশপ্রেমিক ও সুনাগরিক গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। সে শিক্ষকরাই আজ অবহেলিত, সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। দেশের ৯৬ ভাগ শিক্ষা ব্যবস্থা যাদের হাতে তারাই আজকে চরম বঞ্ছনার শিকার। শিক্ষাব্যবস্থায় বৈষম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই অনতিবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসাসহ দেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আজ ৫ আগস্ট শনিবার বিকাল ৫ ঘটিকায় ইবতেদায়ী মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করণ ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবীতে দেশব্যাপী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) প্রভাষক রাশেদ আনোয়ার উপর্যুক্ত বক্তব্য রাখেন। ফোরামের কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আমিরুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা ইসমাইল জাফর এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইব, সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, কক্সবাজার বায়তুল ইজ্জত একাডেমির প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জাহিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদসহ জাতীয় শিক্ষক ফোরামের জেলা নেতৃবৃন্দ। মানববন্ধনের নেতৃবৃন্দ বলেন, জাতীয় শিক্ষক ফোরাম ইবতেদায়ী থেকে শুরু করে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, স্কুল ও কলেজ জাতীয়করণ চায়। এ লক্ষ্যে জাতীয় শিক্ষক ফোরাম ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সমগ্র দেশব্যাপী আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচি মানববন্ধন পালিত হচ্ছে। মানববন্ধনে বক্তারা আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে শিক্ষা সিলেবাস প্রণয়ন করার দাবি জানান। মানববন্ধন পূর্ব কলাতলী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন নুরী এর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। বার্তা প্রেরক মাওলানা আব্দুর রহমান প্রচার ও দাওয়াহ সম্পাদক জাতীয় শিক্ষক ফোরাম কক্সবাজার জেলা।
Leave a Reply