
মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া জাতীয় সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি আজ মোহনপুর ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি শুনেছেন তাদের অভাব-অভিযোগ, দেখেছেন বাস্তব সমস্যা এবং তুলে ধরেছেন উন্নয়নের বাস্তবমুখী অঙ্গীকার।
হাট-বাজার, পল্লী পথ ও গ্রামে ঘুরে দেখা যায়, কৃষক, দিনমজুর, দোকানি ও তরুণদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলছেন তিনি। স্থানীয় হাটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলতে চলতে তিনি বলেন, “উন্নয়নের রাজনীতি করতে চাই, মানুষের পাশে থেকে এলাকার চেহারা বদলে দিতে চাই।”
এক বয়স্ক কৃষক বলেন, “অনেকদিন পর এমন একজন মানুষকে সামনে পেলাম, যিনি শুধু কথা বলছেন না—আমাদের কথা শুনছেন, বুঝছেন। আমরা এমনই একজন নেতা চাই, যিনি আমাদের পাশে থাকবেন সব সময়।”
খান সাঈদ হাসান জ্যোতি বলেন, “আমার লক্ষ্য রাজনীতি নয়, মানুষের সেবা। আমি বিশ্বাস করি, তৃণমূল মানুষের আস্থা অর্জন করতে হলে তাদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। আমি চাই কৃষকের ন্যায্য দাম, যুব সমাজের কর্মসংস্থান এবং একটি বাসযোগ্য উন্নত উল্লাপাড়া।”
গণসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অনেকেই করতালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান, কেউ সরাসরি এসে তুলে ধরেন নানা সমস্যা ও প্রত্যাশা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সরাসরি গণসংযোগ খান সাঈদ হাসান জ্যোতির প্রতি তৃণমূল পর্যায়ে জনআস্থা ও জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। তাঁদের মতে, এই ধারা অব্যাহত থাকলে এলাকায় শক্তিশালী জনসমর্থনের ভিত্তি তৈরি হবে।
Leave a Reply