মোঃ পাপুল সরকার,পলাশবাড়ী,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে কৃষকের ৬ বিঘা জমির ধান কেটে নিয়েছে প্রতিপক্ষরা।সর্বস্বান্ত হয়ে ওই কৃষক বাধ্য হয়ে ৯ মে মঙ্গলবার বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।ঘটনাটি ঘটেছে উপজেলার হোসেনপুর ইউপির প্রত্যন্তপল্লী করিয়াটা মৌজায়।মামলার এজাহারকারী করিয়াটা গ্রামের মমিন আলী ও হোসেনপুর ইউপি সদস্য সেলিম মেম্বার বলেন, “প্রায় ২ বছর পুর্বে ছোট ভগবানপুর সমবায় সমিতির মাধ্যমে ৯ একর জমি ৩ বছরের জন্য লিজ নিয়ে চাষাবাদ করে আসছিলাম।এরই ধারাবাহিকতায় ৯ মে মঙ্গলবার ভোরে করিয়াটা গ্রামের রুহুল আমিনের ছেলে মতিয়ার রহমান(৩০) রহমানের ছেলে জাহাঙ্গীর (৪০) হাকিম উদ্দীনের ছেলে বাবলু মিয়া (৫০)নইম উদ্দিনের ছেলে সাহাদুল(৪৫)সহ ১০/১৫ জনের সংঘবদ্ধ একটি দল লাঠি সোটা,লোহার রড,ধারালো অস্ত্র -স্বস্ত্রে সজ্জিত হয়ে কৃষকের ৬ বিঘা আবাদী জমির আধা পাকা ধান কেটে নিয়ে যায়। আমরা তাদের অস্ত্র স্বস্ত্রের কাছে নিরুপায় ছিলাম। বাধ্য হয়ে থানায় এজাহার দাখিল করেছি।”করিয়াটা গ্রামের ধান কাটা শ্রমিক মাজেদ মিয়ার ছেলে আকুল মিয়া বলেন, “চুক্তি মোতাবেক জমিতে ধান কাটতে গিয়ে দেখি জমিতে ধান নাই।”করিয়াটা গ্রামের শান্তনা বেগম জানান, প্রতি বছর লিজকৃত জমিতে সেলিম মেম্বার আবাদ করে ফসল ঘড়ে ওঠানোর আগেই প্রতিপক্ষরা কেটে নিয়ে যায়। কারন জানতে চাইলে তিনি বলে, “এর আগে প্রতিপক্ষরা চাষাবাদ করতো এখন সেলিম মেম্বার লিজ নিয়ে চাষাবাদ করার কারনেই; তারা এই কাজ অব্যাহত রেখেছে।”পলাশবাড়ী থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।”
Leave a Reply